dhaka exchange news

Dhaka Stock Exchange

শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহজুড়ে দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে। গত সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৪ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ১৯৭ পয়্ন্টে।

এছাড়া উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৩৩২ কোটি টাকার কিছুটা বেশি। যার মধ্যে ডিএসইতে কমেছে ৩২০ কোটি টাকা এবং সিএসইতে কমেছে ১১ কোটি টাকার কিছুটা বেশি। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৩৪ কোটি ৭৪ লাখ ৩৪ হাজার ৭৮ টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৫৫ কোটি ১৫ লাখ ৫২ হাজার ৬৫১ টাকা। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে কমেছে ৩২০ কোটি টাকার কিছুটা বেশি। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইতে ১৬ দশমিক ৩৯ শতাংশ লেনদেনে কমেছে।

dse-tanwoverএদিকে গত সপ্তাহে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯৪ দশমিক ২৩ পয়েন্ট বা ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯২ পয়েন্টে, ৫১ দশমিক ৯৭ পয়েন্ট বা ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে ডিএসই-৩০ সূচক ১ হাজার ৭১৯ পয়েন্টে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট বা ২ দশমিক ০২ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করছে।

মোট ৫ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৫টির, কমেছে ৮১টির, শেয়ার দরের কোনও পরিবর্তন হয়নি ২১টির এবং শেয়ার লেনদেন হয়নি ২টি  কোম্পানির শেয়ার।

এছাড়া টাকার অঙ্কে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, ডোরিন পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা, লিন্ডে বাংলাদেশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা এবং বিএসআরএম স্টিল।

cse-tanwoverঅন্যদিকে গত সপ্তাহে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৯৬ কোটি ২৮ লাখ টাকার কিছুটা বেশি। গত সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১১ কোটি ৫৪ লাখ টাকার কিছুটা বেশি।

গত সপ্তাহের মোট ৫ কার্যদিবসে সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৯৭ পয়েন্ট বা ২ দশমিক ৪৪ শতাংশ বেড়ে ৮ হাজার ২৪০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩১৯ পয়েন্ট বা ২ দশমিক ৪০ শতাংশ বেড়ে ১৩ হাজার ৫৫১ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ২৭ পয়েন্ট বা ২ দশমিক ৭৮ শতাংশ বেড়ে অবস্থান করে ৯৯৯ পয়েন্টে।

তবে সিএসই-৩০ সূচক ১৮২ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১২ হাজার ৪৮০ পয়েন্টে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৭৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ৬৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার দর।

টাকার অঙ্কে গত সপ্তাহে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ডোরিন পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লংকা-বাংলা ফাইন্যান্স,  কেয়া কসমেটিকস, বিএসআরএম স্টিল, ইউনাইটেড পাওয়ার, এবং প্রিমিয়ার সিমেন্ট।