dse lago curentশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একগুচ্ছ দাবি জানানো হবে। আগামী রোববার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রাক বাজেট আলোচনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবিগুলো জানানো হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে। একই সঙ্গে ওইদিন দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমেও আগামী বাজেটের প্রস্তাবনাগুলো তুলে ধরবে প্রতিষ্ঠানটি।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামী বাজেটকে কেন্দ্র করে জাতীয় রাজস্ব বোর্ডের নিকট ডিএসই একগুচ্ছ প্রস্তাবনা দেবে। এর মধ্যে স্টক এক্সচেঞ্জের মালিকানা ও ব্যবস্থাপনা পৃথকীকরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) বাস্তবায়নের পরবর্তী পাঁচ বছর শতভাগ কর অবকাশের সুযোগ, ডাবল টেক্সেসান বাতিলের প্রস্তাব, করমুক্ত লভ্যাংশের সীমা ১ লাখ টাকা করার দাবি জানাবে ডিএসই।

বর্তমানে স্টোক হোল্ডারদের শেয়ার লেনদেনের ওপর দশমিক শূন্য ৫ শতাংশ হারে উৎস কর দিতে হয়। তা কমিয়ে দশমিক শূন্য ১৫ শতাংশ করার প্রস্তাব করবে ডিএসই। পাশাপাশি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর ২৫ শতাংশ করার প্রস্তাব করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির কর সাড়ে ২৭ শতাংশ বহাল রয়েছে।