gift lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংকের একজন পরিচালক তার নিজ সন্তানদের মাঝে শেয়ার উপহার দিয়ে নজির স্থাপন করেছেন। তিনি তার দুই পুত্র ও এক মেয়ের মাঝে ১ কোটি ১০ লাখ শেয়ার উপহার হিসেবে বিতরণ করেছেন। এই পরিচালকের নাম খয়রুল আলম চাকলাদার।

পুঁজিবাজারের লেনদেন সিস্টেমের বাইরে এ উপহার দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, উপহার হিসেবে খয়রুল আলম চাকলাদার কোম্পানির ৫০ লাখ শেয়ার দিয়েছেন পুত্র মোরশেদুল আলম চাকলাদারকে। আর মোবাশ্বেরুল আলম চাকলাদার পেয়েছেন ৩৫ লাখ শেয়ার।

এছাড়া কন্যা খালেদা আলম চাকলাদার পেয়েছেন ২৫ লাখ শেয়ার। এনসিসি ব্যাংকে ৪ কোটি ৪১ লাখ ৭২ হাজার ৫৮টি শেয়ার রয়েছে খয়রুল আলম চাকলাদারের। এর থেকে সন্তানদের মাঝে ১ কোটি ১০ লাখ শেয়ার উপহার দিয়েছেন তিনি।

এর আগে গত ২০ এপ্রিল তিনি এ উপহার দেওয়ার ঘোষণা দেন। ওই দিন বলা হয়, ডিএসই অনুমোদন দেওয়ার ৩০ দিনের মধ্যে এই শেয়ার হস্তান্তর করা হবে। কিন্তু অনুমোদনের ৩ দিনের মাথায় এই উপহার দেওয়া হলো।