potibodonশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এইচ আর টেক্সটাইল দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’১৫-মার্চ’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় কমেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে এইচ আর টেক্সটাইলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমান (এনওসিএফপিএস) হয়েছে ৩.৫১ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৫৮ টাকা।

যা আগের বছর একই সময় ছিল ইপিএস ছিল ০.৪৩ টাকা, এনওসিএফপিএস হয়েছে ৩.৮৭ টাকা (নেগেটিভ) এবং এনএভিপিএস হয়েছে ১৬.১৭ টাকা। এছাড়া কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১ কোটি ৩ লাখ ৬৬ হাজার ৬৭২ টাকা। গত অর্থবছরের একই সময়ে মুনাফা পরিমাণ ছিল ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ১১১ টাকা।