CMC-KAMAL-শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামাল একই ব্যবস্থাপনার অধীনে পরিচালিত আলিফ ইউনিটেক্স লিমিটেডকে একীভূতকরণে আদালতের অনুমোদন পেয়েছে গত ১৬ মার্চ এ সংক্রান্ত উচ্চ আদালতের আদেশ কোম্পানির হস্তগত হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী কিংবা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত তারিখ থেকে একীভূতকরণের বিষয়টি কার্যকর হবে। এর আগে, সর্বোচ্চ আদালতের কোম্পানি ব্রেঞ্চের নির্দেশক্রমে কোম্পানি দুটি একীভূতকরণে শেয়ারহোল্ডারদের অনুমোদনে ২১ ডিসেম্বর সিএমসি কামালের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য, ২০১৫ সালের মে মাসে অনুষ্ঠিত সিএমসি কামাল টেক্সটাইলের পরিচালনা পর্ষদের সভায় আলিফ ইউনিটেক্সকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি দুটি একই পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হওয়ায় ব্যবসায়িক সুবিধা লাভের লক্ষ্যে একীভূতকরণের এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি আইন ১৯৯৪ এর ২২৮ ও ২২৯ ধারা অনুযায়ী উচ্চ আদালতের অনুমোদনক্রমে একীভূতকরণের বিষয়টি কার্যকর হবে।

এরপর ২০১৫ সালের সেপ্টেম্বরে কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে বলা হয়, একীভূতকরণ পরিকল্পনার অংশ হিসেবে আলিফ ইউনিটেক্সের সব সম্পদ ও দায় সিএমসি কামালের নামে নথিভুক্ত হবে। এ জন্য আলিফ ইউনিটেক্সের শেয়ারহোল্ডারদের অনুকূলে ১০ টাকা অভিহিতমূল্যের সিএমসি কামালের ৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয় সিএমসি কামালের পরিচালনা পর্ষদ।

প্রস্তাবিত একীভূতকরণ স্কিম অনুসারে, আলিফ ইউনিটেক্সের শেয়ারহোল্ডাররা ১টি শেয়ারের বিপরীতে সিএমসি কামালের ৮.৪৫টি শেয়ার পাবেন। তবে শেয়ারের বিনিময়ের এ হার বিএসইসির অনুমোদনক্রমে কার্যকর হবে বলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছিল। প্রসঙ্গত, বস্ত্র খাতের কোম্পানি সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেড শেয়ারবাজারে ১৯৯৭ সালে তালিকাভুক্ত হয়।