স্টাফ রিপোর্টার : সপ্তাহের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির। সপ্তাহ শেষে কোম্পানির শেয়ারের দর বেড়েছে ২৭.২৭ শতাংশ।

সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ক্লোজিং প্রাইস বিবেচনায় কোম্পানিটির এ দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে প্রতিদিন নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে গড়ে ৪২ লাখ ৪৪ হাজার ৮০০ টাকার।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিভিও পেট্রোকেমিক্যালের ১১.০৭ শতাংশ, এপেক্স ট্যানারির ১০.১৮ শতাংশ, কোহিনুর কেমিক্যালসের ৮.৮৪ শতাংশ, সায়হাম কটন মিলসের ৮.৫৪ শতাংশ, আরগন ডেনিমসের ৮.৪৬ শতাংশ, ইসলামী ব্যাংকের ৮.৩০ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৯৯ শতাংশ, এমারল্ড অয়েলের ৭.৮৪ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৭.৬২ শতাংশ দর বেড়েছে।