শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: প্রায় দেড় বছর পর পুঁজিবাজার থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই বড় দরপতন হয়েছে। ৩০-৪০ শতাংশ কমে গেছে অনেক কোম্পানির শেয়ার দাম। এতে এক সপ্তাহেই প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ৩৩ হাজার কোটি টাকা নেই হয়ে গেছে। সেই সঙ্গে কমেছে সবকটি মূল্যসূচক। তবে বেড়েছে লেনদেনের গতি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৮৭ হাজার ৯০৪ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৪ হাজার ৯৬৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৩২ হাজার ৯৩৮ কোটি টাকা কমেছে।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ২১৪ কোটি ৯১ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৫২ কোটি ১৬ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৬৩৭ কোটি ২৫ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ১৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং ২ হাজার ১১৪ পয়েন্টে। সপ্তাহটিতে ডিএসইতে ৩৯৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪ টির , দর কমেছে ৩০৮টির এবং ১৪টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।