শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড আর দর পতনের শীর্ষে উঠে এসেছে ইভেন্স টেক্সটাইলস লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৮০৪ বারে ৬০ লাখ ৩৫ হাজার ৯১৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৬১ লাখ টাকা।

দরবৃদ্ধির  তালিকায় ২য় স্থানে থাকা আজিজ পাইপসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ২৯ বারে ৯ লাখ ৯৭ হাজার ৩৫৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩২ লাখ টাকা

অন্যদিকে দরপতনে ইভেন্স টেক্সটাইলস লিমিটেড কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৪৯ বারে ২৯ লাখ ৫৮ হাজার ৮৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে লিব্রা ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৫৮ বারে ২২ হাজার ৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২০ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা শ্যামপুর সুগার শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪১৭ বারে ৩৯ হাজার ৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭১ লাখ টাকা।