শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের কিছুটা দরপতনে লেনদেন শেষ হয়েছে। মুলত পুঁজিবাজারে মুনাফা তোলার চাপে সূচকের কিছুটা কারেকশন হয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মন্তব্য করেন। কারণ একটানা তিন দিন দরবৃদ্ধির পর একটু সূচকের কারেকশন ইতিবাচক বাজারের লক্ষণ বলে মনে করেন তারা। তবে বীমা খাতের শেয়ারে একটু বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমান। এর ফলে টানা তিন কার্যদিবস উত্থানের পর একটু সূচকের কারেকশন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রথম সাড়ে ৩ ঘণ্টা লেনদেন হয় সূচক ওঠানামার মধ্য দিয়ে। তারপর শেয়ার বিক্রির হিড়িক পড়ে। ফলে দিনশেষে সূচকের কিছুটা পতন লেনদেন শেষ হয়েছে। তবে সূচক কিছুটা পতন হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন তারা।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৬ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৫২টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৯১ কোম্পানির শেয়ারের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৪৯টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইতে আজ ৩৮৭ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩০ কোটি ৯২ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ২৯ লাখ টাকা।

এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৭.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৭.৫৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৫.২৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৭.৭৬ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৭৬ পয়েন্ট এবং সিএসআই ০.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৮২.১১ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৯.৩০ পয়েন্টে, একহাজার ৩০৭.৭৭ পয়েন্টে এবং একহাজার ১৬৫.৪৮ পয়েন্টে।

আজ সিএসইতে ১১৯টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ১৫ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে।