বিমা খাতের শেয়ার বিক্রির হিড়িক, লেনদেন ২৮৪ কোটি টাকা
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের কিছুটা দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ কয়েছে। এদিন বিমা খাতের শেয়ারের দাম কমার বিপরীতে বেড়েছে আইটি, প্রকৌশল, খাদ্য ও বিবিধ খাতের শেয়ারের দাম। ফলে বীমা খাতের পতন হলেও অন্য তিন খাতের দরবৃদ্ধির ফলে সূচকের বড় পতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।
আজ বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে ৪৬টি কোম্পানিরই শেয়ার দর কমেছে। অন্যদিকে শেয়ারদর বেড়েছে ৪টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ার। তবে বিমা খাতের কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা শেয়ার ক্রয়ের চেয়ে বেশি বিক্রি করেছে। যার কারণে আজ বেশিরভাগ কোম্পানিরই শেয়ার দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ বিমা খাতের কোম্পানিগুলোর মোট শেয়ার লেনদেন হয়েছে ২৮৪ কোটি ৪০ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ৪৩.৫৫ শতাংশ। আজ ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৭৩৫ কোটি ৩৫ লাখ টাকার।
আজ ডিএসইর লেনদেনের শীর্ষ ২০টি কোম্পানির মধ্যে দশটিই বিমা খাতের। এই নয় কোম্পানির মধ্যে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আজ ডিএসইতে দর পতনের শীর্ষ ১০ কোম্পানির সবগুলোই বিমা খাতের। এই দশ কোম্পানির মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ৬.০৮ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৫.৮৬ শতাংশ, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ৫.৪২ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৩৬ শতাংশ,
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.১৫ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৪.৯৭ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৪.৮৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৪.৮৮ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪.৮৭ শতাংশ করে শেয়ারদর কমেছে।