শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আর দরপতনের শীর্ষে উঠে এসেছে সিমেন্ট খাতের আরামিট সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২২ দশমিক ৬৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২২৫ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৫ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে আরামিট সিমেন্ট লিমিটেড সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৭ দশমিক ৬৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকা।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর বেড়েছে ২০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকোর শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৩৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬৩ কোটি ৭৭ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ লাখ ৭৫ লাখ ৪০ হাজার টাকা।

অন্যদিকে দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৪ দশমিক ৬১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬১ লাখ ১০ হাজার টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্সের শেয়ার দর কমেছে ৪ দশমিক ২৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ লাখ ৩০ হাজার টাকা।