শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ কার্যদিবসে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। লংকবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে মোট লেনদেনের ২০ শতাংশ করে অবদান রয়েছে খাদ্য খাতে।বিবিধ খাতে ১২ শতাংশ লেনদেন হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও, সাধারণ বিমা, বস্ত্র এবং আইটি খাতে ৭ শতাংশ লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

সমাপ্ত সপ্তাহে অন্য খাতগুলোর মধ্যে- সিরামিক খাত, সিমেন্ট খাত, কাগজ খাত, জ্বালানি খাত, বিদ্যুৎ খাত, সেবা খাত, ট্যানারি খাত, জীবন বীমা খাত এবং প্রকৌশল খাত।