শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নামমাত্রা উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বীমা খাতের শেয়ার বৃদ্ধির চমকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে দশমিক ৬২ পয়েন্ট। সূচক বাড়লেও কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ।

ফলে রবি ও সোমবার দরপতনের পর মঙ্গলবার ইতিবাচক প্রবণতায় লেনদেন হলো। তবে দিনভর শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। অধিকাংশ কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি।

এদিন বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০টির, বিপরীতে দাম কমেছে সাতটির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের। বিমা খাতের পাশাপাশি খাদ্য ও বস্ত্র খাতের কিছু কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তাতে দুদিন পর সূচক বাড়ল।

ডিএসইর তথ্য মতে, আজ পুঁজিবাজারে ৩৬৪ কোম্পানির মধ্যে মোট ২০ কোটি ৩ লাখ ৯৪ হাজার ২০৭টি শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬৪৫ কোটি ৬৯ লাখ ৯ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৪ কোটি ৩ লাখ ৭৭ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে প্রায় অর্ধেক।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৭ দশমিক ৯৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯২ দশমিক শূন্য ৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৩ দশমিক ৩৯ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১২ কোটি ৩৫ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস সোমবার ২৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৪টি, কমেছে ৮২টি এবং পরিবর্তন হয়নি ৭৫টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৩ দশমিক ৮২ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক দশমিক ৯২ পয়েন্ট এবং সিএসসিএক্স দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ দশমিক ২৫ পয়েন্টে এবং ১১ হাজার ১৭২ দশমিক ৬৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক দশমিক ৩৯ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৬ দশমিক ১৪ পয়েন্টে এবং ১ হাজার ১৭৭ দশমিক ৮৩ পয়েন্টে।