শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের দরপতনে লেনদেন শেষ হয়েছে। মুলত বিমা খাতের শেয়ারের দাম কমায় এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচক কমেছে ১৭ পয়েন্ট। এছাড়া অধিকাংশ কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন দ্বিগুন। তবে আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান বেড়েছে।

এর ফলে গত বৃহস্পতিবার, রোববার ও সোমবার টানা তিন কার্যদিবস উত্থানের পর আজ সূচকের পতন হলো। বাজারের এই অবস্থানকে দরপতন নয় বরং মূল্যসংশোধন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, উত্থানের পর পতন এটা পুঁজিবাজারে স্বাভাবিক প্রক্রিয়া, এতে বিচলিত হওয়া কোনো কারণ নেই। সবাইকে সতকর্তার সঙ্গে বিনিয়োগ করতে হবে।

অভিজ্ঞ বিনিয়োগকারী প্রভাষক কাজী হোসাইন আলী বলেন, দেশের অর্থনীতির সব সূচক ভালো, কোনো সহিংসতা নেই, তারপরও পুঁজিবাজারে এর কোনো প্রভাব নেই। নিয়ন্ত্রক সংস্থা যেভাবে দায়িত্ব পালন করছে তাতে কোনো ত্রুটি নেই। তবে মার্কেট প্লেয়ার যারা, তারা সঠিক দায়িত্ব পালন করছে কি না সেটা দেখা উচিত।’

ডিএসইর তথ্য মতে, আজ বাজারটিতে ৩৫৩টি প্রতিষ্ঠানের মোট ১০ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার ৫০২ শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯০ কোটি ৯৯ লাখ ৬৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩৩ কোটি ২২ লাখ ৭৪ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০১ দশমিক ৭৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৭৯ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৮৪ দশমিক ৮১ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৭ দশমিক ৪১ পয়েন্টে। অপরদিকে সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২০ কোটি ২৩ লাখ টাকা শেয়ার। আগেরদিন সোমবার ১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৮টি, কমেছে ৫৮টি এবং পরিবর্তন হয়নি ৮৩টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৭ দশমিক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১৭ দশমিক ৯৪ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৭১ পয়েন্ট, সিএসসিএক্স ১০ দশমিক ৮৪ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১০ দশমিক ৫৮ পয়েন্টে, ১১ হাজার ১৩০ দশমিক ৯৪ পয়েন্টে এবং ১ হাজার ১৬৮ দশমিক ১২ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭৫ দশমিক ৭৮ পয়েন্টে।