শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় ধরনের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা চার কার্যদিবস সূচকের বড় দরপতনে আতঙ্কিত হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। বুধবার লেনদেনের শুরুতে সূচকের উত্থান হলেও ধীরে ধীরে শেয়ার বিক্রির চাপে সূচকের বড় দরপতন হয়েছে।

এ দরপতন পুঁজিবাজারে উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার পাগলা ঘোড়ার মত ছুটছে। চার কোম্পানির শেয়ারে কিছু ‘অস্বাভাবিক’ ক্রয় আদেশ ছিল বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। এসব শেয়ারে বিনিয়োগে সতর্ক হতে বলেছেন তারা। কোম্পানিগুলো হলো- আজিজ পাইপস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।

আজিজ পাইপস : আজ আজিজ পাইপসের শেয়ার দর ৯ টাকা ৭০ পয়সা বেড়ে ১০৬ টাকা ৭০ পয়সায় দাঁড়ায়। এদিন ২৫ হাজার ৮৪৫টি শেয়ার কেনার আদেশ ছিল। এর মধ্যে সর্বোচ্চ দর ১০৬ টাকা ৭০ পয়সায় ১৯ হাজার ৮৭৫টি শেয়ার কেনার আদেশ ছিল। যা অস্বাভাবিক বলছেন বাজার সংশ্লিষ্টরা।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং : আজ খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দর ১ টাকা বেড়ে ১১ টাকা ৩০ পয়সায় দাঁড়ায়। এদিন ৬ লাখ ২০ হাজার ৯টি শেয়ার কেনার আদেশ ছিল। এর মধ্যে সর্বোচ্চ দর ১১ টাকা ৩০ পয়সায় ৪ লাখ ৭৬ হাজার ৫৭৪টি শেয়ার কেনার আদেশ ছিল। যা অস্বাভাবিক বলছেন বাজার সংশ্লিষ্টরা।

মেঘনা কনডেন্সড মিল্ক : আজ মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর ৩ টাকা বেড়ে ৩৩ টাকায় দাঁড়ায়। এদিন ৫৪ হাজার ৭৯৭টি শেয়ার কেনার আদেশ ছিল। এর মধ্যে সর্বোচ্চ দর ৩৩ টাকায় ৩২ হাজার ১৮৫টি শেয়ার কেনার আদেশ ছিল। যা অস্বাভাবিক বলছেন বাজার সংশ্লিষ্টরা।

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ : আজ মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৪ টাকা বেড়ে ৪৪ টাকা ১০ পয়সায় দাঁড়ায়। এদিন ১৫ হাজার ৯৮১টি শেয়ার কেনার আদেশ ছিল। এর মধ্যে সর্বোচ্চ দর ৪৪ টাকা ১০ পয়সায় ১১ হাজার ৭৬১টি শেয়ার কেনার আদেশ ছিল। যা অস্বাভাবিক বলছেন বাজার সংশ্লিষ্টরা।