শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় ধরনের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। পুঁজিবাজার নিয়ে আবারও হতাশা ভর করেছে সাধারণ বিনিয়োগকারীদের মনে। কয়েক দিনের টানা দরপতনে  লেনদেনের খরা ও হতাশা তৈরি করেছে। এ কারণে বাজারে এখন তীব্র ক্রেতাসংকট দেখা দিয়েছে।

টানা চার কার্যদিবস সূচকের বড় দরপতনে আতঙ্কিত হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। বুধবার লেনদেনের শুরুতে সূচকের উত্থান হলেও ধীরে ধীরে শেয়ার বিক্রির চাপে সূচকের বড় দরপতন হয়েছে। এদিন পুঁজিবাজারে শেয়ার বিক্রির চাপে লেনদেন হওয়া প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।

অধিকাংশ শেয়ারের দাম কমায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচক কমেছে ২৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭২ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে চলতি সপ্তাহের টানা চার কার্যদিবসই সূচকের দরপতন হয়েছে। তবে তার আগে টানা দু’দিন উত্থান হয়েছিল।

ডিএসইর তথ্যমতে, বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়। এরপর শুরু হয় শেয়ার বিক্রির চাপ। সেই চাপের কারণে দিনের বাকি সময়ের লেনদেন সূচক পতনের মধ্যদিয়ে। ফলে দিন শেষে বাজারটিতে ৩৩৪ প্রতিষ্ঠানের মোট ১১ কোটি ৭৮ লাখ ২ হাজার ৯৮৩ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭২৩ কোটি ৩৩ লাখ ৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬৬৯ কোটি ১৪ লাখ ৫২ হাজার টাকা অর্থাৎ দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮২৩ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন সোমবার লেদেন হয়েছিল ৬৬৯ কোটি ১৪ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৫টি এবং কমেছে ১১৭টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭৫টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৪ দশমিক ৭৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৪২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৫ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮১ দশমিক শূন্য ৭ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৪ দশমিক ১৩ পয়েন্টে।

অপরদিক চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ১৫ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন সোমবার লেদেন হয়েছিল ৯ কোটি ৬৯ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২১৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৯টি এবং কমেছে ৮৯টির। শেয়ার পরিবর্তন হয়নি ৯৫টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৭২ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪৮ দশমিক ৩৭ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ৮৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৭০ পয়েন্ট, সিএসসিএক্স ৪২ দশমিক ৭৭ পয়েন্ট এবং সিএসআই সূচক ৫ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩০৮ দশমিক ৭২ পয়েন্টে, ১৩ হাজার ৩৪৫ দশমিক ৭৮ পয়েন্টে, ১১ হাজার ৯৫ দশমিক ৮৬ পয়েন্টে এবং ১ হাজার ১৬২ দশমিক ৯৮ পয়েন্টে।