শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা:  সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে পুঁজিবাজারে মূল্য সংশোধন নাকি দরপতন এ নিয়ে বিনিয়োগকারীদের মাঝে আলোচনার শেষ নেই। কারণ বাজার একদিন ভালো থাকলে তিনদিন দরপতন হচ্ছে। রোববার শেয়ার বিক্রি চাপে সূচকের দরপতন হয়েছে।

তবে সূচকের দরপতন হলেও বীমা খাতের শেয়ারে সুবাতাস বইছে। এদিন অধিকাংশ বীমা খাতের শেয়ারের দর বেড়েছে। তবে দীর্ঘদিন ধরে ও একটি স্থিতিশীল পুঁজিবাজার তৈরি না হওয়ায় আস্থা সংকট দেখা দিয়েছে বিনিয়োগকারীদের। তবে টানা তিন কার্যদিবস উত্থানের পর রোববার সূচকের কারেকশন হয়েছে বলে বাজার বিশ্লেষকরা মন্তব্য করেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সময়ে আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ২৯৬ পয়েন্টে। এরপর শুরু হয় শেয়ার বিক্রির চাপ, শুরু হয় সূচক পতন। এ দরপতনের মধ্যে দিয়ে দিনের লেনদেন শেষ হয়। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০ পয়েন্ট।

ডিএসই মতে, রোববার ডিএসইতে ৮১১ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ১২৯ কোটি টাকা। আগেরদিন বৃহস্পতিবার মূলধন হয়েছিল ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫০৮ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৫টি এবং কমেছে ১০৪টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯২টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮১ দশমিক ২৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক শূন্য ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯০ দশমিক ৯০ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৬ দশমিক ২৩ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে রবিবার লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৮ টাকা শেয়ার। আগেরদিন বৃহস্পতিবার ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৮৪ কোটি টাকা। আগেরদিন বৃহস্পতিবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫৫ হাজার ৩৪১ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২৫৭ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টি, কমেছে ৬৭টি এবং পরিবর্তন হয়নি ৯৪টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫১৯ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১ দশমিক ৫৮ পয়েন্ট, সিএসসিএক্স ৮ দশমিক ৬৮ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৯৮ পয়েন্টে, ১৩ হাজার ৪৪৫ দশমিক ৫১ পয়েন্টে, ১১ হাজার ৮৫ দশমিক ৪৫ পয়েন্টে এবং ১ হাজার ১৬৫ পয়েন্টে।

ডিএসইর তথ্য মতে, আজ মোট ১৫ কোটি ৮৬ লাখ ২ হাজার ১৮২টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮১১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা। এর আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৯১ লাখ ৭ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯০ পয়েন্ট কমে ৬ হাজার ২৮১ পয়েন্ট পয়েন্টে দাঁড়িয়েছে।