শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের কিছুটা কারেকশনে লেনদেন শেষ হয়েছে। তবে চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে আড়াইশো কোটির ঘরে লেনদেন হলেও গত দুইদিন ধরে ক্রমাগত বেড়ে চলেছে লেনদেন। এতে করে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে বিনিয়োগকারীদের মাঝে।

আজ ডিএসইতে ৪৫২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩১ কোটি ৭৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে ৪২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১৬ কোটি লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সামন্য বেড়েছে। আগের দিনের সিএএসপিআই সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩৬ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৯ লাখ ২৫ হাজার টাকার শেয়ার। এ বাজারে লেনদেনে অংশ নেওয়া ১৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪০টির দাম বেড়েছে, বিপরীতে কমেছে ৪০টির ও ৫৮টির দাম অপরিবর্তিত রয়েছে।