শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি তিনটি হলো: ইস্টার্ন হাউজিং লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেড। এর মধ্যে ইস্টার্ন হাউজিং লিমিটেডের মুনাফা বাড়লেও কমেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের। এছাড়া দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেড মুনাফা থেকে লোকসান।

ইস্টার্ন হাউজিং লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের ইস্টার্ন হাউজিং লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’-ডিসেম্বর’২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.০৯ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১.৮৯ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.১৩ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২.৬৪ পয়সা।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিমটক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ২১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ২৬ পয়সা আয় হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৪৫ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৪৩ পয়সা আয় হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৪ পয়সা।

দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেড: পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) ও অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২২) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিককে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে। সোমবার (২৩ জানুয়ারি)

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.২৫) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিলো ০.৬৯৪ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে নেমেছে।

এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৮ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩৩ টাকা। এ হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি মুনাফা ০.২৫ টাকা বা ৭৫.৭৬ শতাংশ কমেছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৯৭ টাকায়।

এদিকে, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৫ টাকা ৮৪ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ৭৪ টাকা ৭১ পয়সা। এছাড়া, অর্ধবার্ষিকে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশফ্লো হয়েছে ১৫.১০ টাকা।