শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ার ক্রয়ের চেয়ে বিক্রির চাপের অব্যাহত থাকায় সূচকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ফলে টানা দরপতনে দিশেহারা হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। এ অবস্থা থেকে পুঁজিবাজার উত্তরনের কোন পথ দেখছেন না বিনিয়োগকারীরা। ফলে বিনিয়োগকারীদের মাঝে হা হুতাশ বেড়েই চলছে। আজ লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমেছে ১ পয়েন্ট।

একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, বর্তমান পুঁজিবাজারের অবস্থা খুবই ভয়াবহ। ভালো মৌল ভিত্তি শেয়ারে বিনিয়োগ করে পুঁজি হারিয়েছেন বেশির ভাগ বিনিয়োগকারীরা। সাম্প্রতিক পুঁজিবাজারে ভালো মৌল ভিত্তি শেয়ার ফ্লোরে অবস্থান করলেও দুর্বল মৌল ভিত্তি শেয়ারের দাম মাঝে মধ্যে বাড়ছে। বর্তমান বাজারের অবস্থা ২০১০ সালের চেয়ে ভয়াবহ বলে মনে করছেন তারা। এছাড়া পুঁজিবাজারের এ পরিস্থিতিতে উত্তরনের উপায় কী এ প্রশ্ন এখন বিনিয়োগকারীদের মুখে মুখে।

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১.২১ পয়েন্ট বা ০.১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৪৫.৬১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.০১ পয়েন্ট বা ০.২৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৩ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৮.৯৫ পয়েন্টে এবং দুই হাজার ২০৪.১৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৪ কোটি ৭৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ২৭ লাখ টাকার। ডিএসইতে আজ ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩০টির বা ৯.৮০ শতাংশের, শেয়ার দর কমেছে ৫৫টির বা ১৭.৯৭ শতাংশের এবং ২২১টির বা ৭২.২২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ০.০৮ পয়েন্ট বা ০.০০০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪৭.১২ পয়েন্টে। সিএসইতে আজ ১২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দর বেড়েছে, কমেছে ৩৩টির আর ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।