শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজরে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন গত ২৭ অক্টোবরের বোর্ড সভায় ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করে। নো ডিভিডেন্ড ঘোষণার কারায় কোম্পানিটির পর্ষদকে ব্যাখ্যা তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসিকে ব্যাখ্যা দিতে গিয়ে কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণার সম্মতি দেন। এরই আলোকে আজ ১২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এ ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ডে শেয়ারহোল্ডারগণ সম্মতি প্রদান করেন।

এ বিষয়ে কোম্পানিটির সচিব মোহাম্মদ শাহজাহান বলেন, ডিভিডেন্ড না দেওয়াতে বিনিয়োগকারীরা মনক্ষুন্ন হয়েছিলেন। তাই বিএসইসির নির্দেশনায় এজিএমে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রস্তাব করা হয়। যা শেয়ারহোল্ডাররা খুশি মনে অনুমোদন দেন। এখন যে ডিভিডেন্ড দেওয়া হয়েছে আর্থিক রিপোর্ট অনুযায়ী বেশিই দেওয়া হয়েছে। এর বেশি চাইলেও এই বছর দেওয়া সম্ভব নয়। তবে আগামী বছর থেকে আরও বেশি ডিভিডেন্ড দিবে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড।

৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০১ পয়সা। যা আগের বছরও ছিল ০১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৯১ পয়সা। এছাড়াও প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ০৫ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলোনায় কোম্পানিটির লোকসান কমেছে ০৪ পয়সা।

এছাড়াও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় কোম্পানিটির পরিচালনা পর্ষদকে ৩০ শতাংশ শেয়ার ধারনের নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ শতাংশ শেয়ার ধারণ করে কোম্পানিটিকে সুশাসন নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমাসে কোম্পানিটির ১৩.৮২ শতাংশ শেয়ার ডিরেক্টরদের কাছে রয়েছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৩.০৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬৩.১১ শতাংশ।