শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে উভয় বাজারে সূচক চাঙ্গা প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। লেনদেনও বেড়েছে প্রায় ৬০০ কোটি টাকা। আজ লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা ১০ কোম্পানির মধ্যে ৯ কোম্পানির দর বাড়লেও কেবল একটি কোম্পানি ভিন্ন পথে হেঁটেছে। মুলত ডিভিডেন্ড মৌসুমে জৌলুস হারাচ্ছে বেক্সিমকো লিমিটেড এমন প্রশ্ন বিনিয়োগকারীদের।

আজ লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ইতিবাচক প্রবণতার দিনেও কোম্পানিটির শেয়ারদর আজ গ্রীনজোনে থাকতে পারেনি। আজ কোম্পানিটির ৯৮ লাখ ৩৪ হাজার ২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৩ কোটি ৯৮ লাখ ২৭ হাজার টাকা। এর আগের কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৩৫ টাকা ৯০ পয়সা। আজ দিন শেষে ক্লোজিং হয়েছে ১৩৩ টাকা ৭০ পয়সায়। সেই হিসাবে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা ২০ পয়সা বা ১.৬২ শতাংশ।

গত এক মাসের বাজার দর পর্যালোচনায় দেখা যায়, ২১ আগস্ট ২০২২ তারিখ কোম্পানিটির শেয়ারদর ছিল ১২০ টাকা ২০ পয়সা। আজ সর্বশেষ লেনদেন হয়েছে ১৩৩ টাকা ৭০ পয়সায়। এই সময়ে দর বেড়েছে ১৩ টাকা ৫০ পয়সা বা ১১.২৩ শতাংশ। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ১০৩ টাকা ২০ পয়সা থেকে ১৮৭ টাকা ৯০ পয়সা পর্যন্ত ওঠা-নামা করেছে।

কোম্পানিটির ডিভিডেন্ড ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, গত বছর ২০২১ সালে বেক্সিমকো লিমিটেড ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর আগের বছর (২০২০) ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ২০১৯ সালেও কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পনিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৩ টাকা ১৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪ টাকা ৩০ পয়সা। সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৭.৬১ পয়েন্টে।