শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর ২০ খাতের মধ্যে ২ খাতের শেয়ার দর দীর্ঘদিন অবহেলায় থাকার পর আজ নড়েচড়ে বসেছে। অন্যতম বৃহৎ ও মৌলিক খাত হিসেবে পরিচিত খাত দুটি হলো: ব্যাংক ও বিমা খাত। আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজারসংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকেই শেয়ারবাজারে ব্যাংক ও বিমার শেয়ারদর নড়াচড়া শুরু হয়েছে। কারণ হিসেবে তারা বলছেন, ব্যাংকের শেয়ারদর তলানির দিকে রয়েছে। এছাড়া, বিএসইসি কর্তৃক আরোপিত ফ্লোর প্রাইসের কাছাকাছি রয়েছে অধিকাংশ ব্যাংক ও বিমার শেয়ারদর। এই দুই খাতের বিনিয়োগকারীদের হারানোর কিছু নেই, আছে শুধু অবারিত প্রাপ্তির সুযোগ। তাছাড়া, অধিকাংশ বিমা কোম্পানির শেয়ারদর গত এক বছরে ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পতন হয়েছে।

ব্যাংক খাতে ৩৩টি কোম্পানির মধ্যে আজ ২৬টি বা ৭৮.৭৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ৭টি বা ২১.২১ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত ছিল। সবচেয়ে বেশি দর বেড়েছে আইএফআইসি ব্যাংকের ৬০ পয়সা বা ৪.৮৮ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৬০ পয়সা বা ৪.২৯ শতাংশ, এবি ব্যাংকের ৪০ পয়সা বা ৩.৯৬ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ৪০ পয়সা বা ৩.৯৬ শতাংশ, ওয়ান ব্যাংকের ৪০ পয়সা বা ৩.৮১ শতাংশ।

বিমা খাতে ৫৪টি কোম্পানির মধ্যে আজ ৪৭টি বা ৮৭.০৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ৩টি বা ৫.৫৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। ৪টির বা ৭.৪০ শতাংশ কোম্পানির দর অপরিবর্তিত ছিল। সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৫ টাকা ৪০ পয়সা বা ৯.১৪ শতাংশ, সিটি জেনারেল ইন্সুরেন্সের ১ টাকা ৯০ পয়সা বা ৬.৬৯ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৮ টাকা ৮০ পয়সা বা ৫.৬৭ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৩ টাকা ৮০ পয়সা বা ৫.৩৯ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ২ টাকা বা ৫.২৪ শতাংশ।