শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক ও লেনদেনের উত্থানে শেষ হয়েছে। মুলত প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগ দেয়ার খবরে আজ সূচক ও লেনদেনে লাফ মেরেছে। আজ ডিএসইতে সূচক বেড়েছে ৫১ পয়েন্ট। আর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা।

সংশ্লিষ্টদের তথ্য মতে, প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার বান্ধব বাজেট ঘোষণা না আসায় সব মহলে তোলপাড় শুরু হয়। এরপর থেকে টানা দরপতন সব মহলে নানা গুঞ্জন শুরু হয়। বিষয়টি সরকারের উর্ধ্বতন মহলে নেড়ে চড়ে বসে। এরপর গত গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম দুটি মন্তব্য করেছেন।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী বলেছেন, বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার যে সুযোগ তারা দিয়েছেন, সেই টাকার একটি অংশ শেয়ারবাজারে বিনিয়োগ হবে বলেই তাদের বিশ্বাস। তিনি বলেন, বাজেটে আরও যেসব পদক্ষেপ নেয়া হয়েছে, সেগুলোও বাজারকে চাঙা করার আত্মবিশ্বাসের কথা তিনি বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বাজেট বাস্তবায়ন শুরু হলে পুঁজিবাজারে তার প্রভাব পড়বে এবং বাজারে চাঙাভাব বিরাজ করবে। আমাদের দেশের অর্থনীতি ভালোভাবে চলছে। প্রবৃদ্ধিও ভালো হচ্ছে। সারা বিশ্বের তুলনায় আমাদের জিডিপির প্রবৃদ্ধি হার শক্তিশালী অবস্থানে। কাজেই পুঁজিবাজার ভালোভাবে চলবে আমাদের প্রত্যাশা।’

অন্যদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ইঙ্গিত দেন, বাজেট পাসের সময় কালো টাকা বিনিয়োগের সুবিধা রাখা হতে পারে। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম-সিএমজেএফের এক আয়োজনে তিনি শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগের পক্ষে অবস্থান জানিয়ে বলেন, ‘এই সুযোগ দেয়া হলে একদিকে কালো টাকা অর্থনীতির মূল ধারায় যুক্ত হবে, অন্যদিকে তা শেয়ারবাজারকে গতিশীল হতে সাহায্য করবে।’

মন্ত্রিসভার প্রভাবশালী এই দুই সদস্যের বক্তব্যের পরদিন আজ বৃহস্পতিবার লেনদেন শুরু হয় সূচকের উত্থান প্রবণতা দিয়ে। আজ সময় যত গড়িয়েছে, সূচকও তত বেড়েছে। আর লেনদেনেও দেখা দিয়েছে নতুন গতি। বিনিয়োগকারীরাও আস্থার সঙ্গে শেয়ার কেনায় মনোযোগী ছিলেন।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৮১টি প্রতিষ্ঠানের ২৫ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার ৫২৯টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এরমধ্যে ১৯৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।

এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৫১ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ১৩ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ২৬ পয়েন্ট।

এদিন ডিএসইতে ১ হাজার ৪৬ কোটি ৬৩ লাখ ২২ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন বুধবার লেনদেন হয়েছিল ৯৪৩ কোটি ৮৮ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার। আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে, শাইনপুকুর সিরামিক, আরএকে সিরামিক, আইপিডিসি, মুন্নু ফেব্রিকস, জেএমআই হাসপাতাল, সাইফ পাওয়ার, ইউনিক হোটেল, ওরিয়ন ফার্মা এবং এইচ আর টেক্সটাইল লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।বাজারটিতে ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টির। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৭ কোটি ৩৩ লাখ ৩২ হাজার ৬৫৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪২ কোটি ৬০ লাখ ৪৮ হাজার ১৯৫ টাকা।