শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৪২টি কোম্পানি রয়েছে। এর মধ্যে মূলধনের চেয়ে বেশি রিজার্ভ রয়েছে ২১টি কোম্পানির, মূলধনের চেয়ে কম রিজার্ভ রয়েছে ১৮টি কোম্পানির এবং রিজার্ভ নেগেটিভ রয়েছে ৩টি কোম্পানির। মূলধনের চেয়ে কম রিজার্ভ থাকা ১৮টি কোম্পানির পরিশোধিত মূলধনের বিপরীতে রিজার্ভ কম ৯৬.৪৬ শতাংশ থেকে ২.২৩ শতাংশ পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

রিজার্ভ কম থাকা এই ১৮টি কোম্পানির মধ্যে রয়েছে- অ্যাপোলো ইস্পাত, বিবিএস, বেঙ্গল উইন্ডসোর,জিপিএইচ স্পাত, কপারটেক, দেশবন্ধু পলিমার, ডমিনেজ স্টিল, ইস্টার্ন ক্যাবলস, গোল্ডেনসন, মন্নু এগ্রো, নাহি অ্যালুমিনিয়াম, অলিম্পিক এক্সেসরিজ, ওয়াইম্যাক্স, এসআলম কোল্ড রোল্ড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার, এসএস স্টিল এবং আনোয়ার গ্যালভানাইজিং।

আনোয়ার গ্যালভানাইজিং: কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৫ কোটি ২৫ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৫৪ লাখ টাকা। রিজার্ভ কম রয়েছে ১৪ কোটি ৭১ লাখ টাকা বা ৯৬.৪৬ শতাংশ।

ইস্টার্ন ক্যাবলস: কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪০ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ১ কোটি ১২ লাখ টাকা। রিজার্ভ কম রয়েছে ২৫ কোটি ২৮ লাখ টাকা বা ৯৫.৭৬ শতাংশ।

ইয়াকিন পলিমার: কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭৩ কোটি ৭০ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৮ কোটি ২৯ লাখ টাকা। রিজার্ভ কম রয়েছে ৬৫ কোটি ৪১ লাখ টাকা বা ৮৮.৭৫ শতাংশ।

কপারটেক: কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬৩ কোটি টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৭ কোটি ৭৯ লাখ টাকা। রিজার্ভ কম রয়েছে ৫৫ কোটি ২১ লাখ টাকা বা ৮৭.৬৩ শতাংশ।

সুহৃদ ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫৭ কোটি ৩৭ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ১২ কোটি ৭০ লাখ টাকা। রিজার্ভ কম রয়েছে ৪৪ কোটি ৬৭ লাখ টাকা বা ৭৭.৮৬ শতাংশ।

ওয়াইম্যাক্স: কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬৭ কোটি ৯ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ২২ কোটি ৬৪ লাখ টাকা। রিজার্ভ কম রয়েছে ৪৫ কোটি ২৬ লাখ টাকা বা ৬৬.৬৬ শতাংশ।

মন্নু এগ্রো: কোম্পানিটির পরিশোধিত মূলধন ২ কোটি ৭৪ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৯৯ লাখ টাকা। রিজার্ভ কম রয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা বা ৬৩.৮৭ শতাংশ।

অলিম্পিক এক্সেসরিজ: কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬৯ কোটি ৫৩ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৬১ কোটি ৭৫ লাখ টাকা। রিজার্ভ কম রয়েছে ১০৭ কোটি ৭৮ লাখ টাকা বা ৬৩.৫৮ শতাংশ।

গোল্ডেনসন: কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৭১ কোটি ৭৩ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৬৬ কোটি ৪২ লাখ টাকা। রিজার্ভ কম রয়েছে ১০৫ কোটি ৩১ লাখ টাকা বা ৬১.৩২ শতাংশ।

বিবিএস: কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬২ কোটি ৯৩ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৬৯ কোটি ৩৪ লাখ টাকা। রিজার্ভ কম রয়েছে ৯৩ কোটি ৫৯ লাখ টাকা বা ৫৭.৪৪ শতাংশ।

এসআলম কোল্ড রোল্ড: কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯৮ কোটি ৩৮ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৪৫ কোটি ২১ লাখ টাকা। রিজার্ভ কম রয়েছে ৫৩ কোটি ১৭ লাখ টাকা বা ৫৪.০৫ শতাংশ।

জিপিএইচ ইস্পাত: কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৩৬ কোটি ৮২ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ২৪০ কোটি ৮৪ লাখ টাকা। রিজার্ভ বেশি রয়েছে ১৯৫ কোটি ৯৭ লাখ টাকা বা ৪৪.৮৬ শতাংশ।

এসএস স্টিল: কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩০৪ কোটি ২৯ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ১৮৮ কোটি ৩১ লাখ টাকা। রিজার্ভ কম রয়েছে ১১৫ কোটি ৯৮ লাখ টাকা বা ৩৮.১১ শতাংশ।

অ্যাপোলো ইস্পাত: কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪০১ কোটি ৩১ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ২৬৫ কোটি ৪২ লাখ টাকা। রিজার্ভ কম রয়েছে ১৩৫ কোটি ৮৯ লাখ টাকা বা ৩৩.৮৬ শতাংশ।

নাহি অ্যালুমিনিয়াম: কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬৮ কোটি ৩৬ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৫০ কোটি ৪৩ লাখ টাকা। রিজার্ভ কম রয়েছে ১৭ কোটি ৯৩ লাখ টাকা বা ২৬.২৩ শতাংশ।

ডমিনেজ স্টিল: কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০২ কোটি ৬০ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৭২ কোটি ২১ লাখ টাকা। রিজার্ভ কম রয়েছে ৩০ কোটি ৩৯ লাখ টাকা বা ২৯.৬২ শতাংশ।

দেশবন্ধু পলিমার: কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬১ কোটি ৩৭ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৪৯ কোটি ৫০ লাখ টাকা। রিজার্ভ কম রয়েছে ১১ কোটি ৮৭ লাখ টাকা বা ১৯.৩৪ শতাংশ।

বেঙ্গল উইন্ডসোর: কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯১ কোটি ৪৮ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৮৯ কোটি ৪৪ লাখ টাকা। রিজার্ভ কম রয়েছে ২ কোটি ০৪ লাখ টাকা বা ২.২৩০ শতাংশ।