শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের শেয়ারেহাল্ডারদের জন্য সদ্য ঘোষণা করা ডিভিডেন্ড পরিবর্তন করার সিদ্ধান্ত আসছে। কোম্পানিটি সমাপ্ত বছরের জন্য ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করায় বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে কোম্পানিটির সংশ্লিষ্টদের আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, আইনী জটিলতা না থাকলে ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির এজিএমে এ পরিবর্তন আসবে। যদি এক্ষেত্রে জটিলতা থাকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য অর্ন্তবর্তীকালীন ডিভিডেন্ড দিবে। বিএসইসিকে কোম্পানির পরিচালনা পর্ষদ এ বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। ৩০ জুন, ২০২০ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৫৭ পয়সা।