mutual fund lagoশেয়ার বার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহজুড়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকায় উঠে এসেছে ৪ মিউচুয়াল ফান্ড। এর মধ্যে শীর্ষে অবস্থান করছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আলোচ্য সপ্তাহে ফান্ডটির ইউনিট প্রতি দর কমেছে ২০ দশমিক ৮৮ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, ফান্ডটির গড়ে প্রতিদিন ৭ লাখ ৮০০ টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ৩৫ লাখ ৪ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। আলোচ্য সপ্তাহে ফান্ডটির ইউনিট প্রতি দর কমেছে ২০ শতাংশ। এই ফান্ডটির প্রতিটি গড়ে প্রতিদিন ২১ লাখ ৫৮ হাজার ৪০০ টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ১ কোটি ৭ লাখ ৯২ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান: দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড। আলোচ্য সপ্তাহে ফান্ডটির ইউনিট প্রতি দর কমেছে ৮ দশমিক ১৪ শতাংশ। এই ফান্ডটির প্রতিটি গড়ে প্রতিদিন ১৬ লাখ ৩০ হাজার ৮০০ টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ৮১ লাখ ৫৪ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডে ৭ দশমিক ১৪ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে ১৭ দশমিক ৯৯ শতাংশ, তিতাস গ্যাসে ৯ দশমিক ৭৫ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফে ৮ দশমিক ৬৬ শতাংশ, প্রাইম ইসলামী লাইফে ৮ দশমিক ৫৭ শতাংশ, মুন্নু স্টাফলার্সে ৬ দশমিক ৮৩ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানিতে ৬ দশমিক ২২ শতাংশ দর কমেছে।