share-bazarশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে বিমা খাতের ৫ কোম্পানী। কোম্পানিগুলো হলো- মেষনা লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স বিডি, জনতা ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স ও পাওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর মধ্যে টপটেন তালিকায় শীর্ষে রয়েছে মেষনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৭১ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ৪১ লাখ ৫২ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৭ কোটি ৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ইন্স্যুরেন্স বিডির দর বেড়েছে ১৫ দশমিক ৪৪ শতাংশ। সমাপ্ত সপ্তাহে এই কোম্পানির প্রতিদিন গড়ে ২১ লাখ ২২ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা জনতা ইন্স্যুরেন্সের দর ১০ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। কোম্পানির প্রতিদিন গড়ে ২ লাখ ৯৫ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে কোম্পানিটির ১৪ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গেইনার তালিকায় থাকা নিটল ইন্স্যুরেন্সে ১০ দশমিক ০৫ শতাংশ, ও পাওনিয়ার ইন্স্যুরেন্স ৯ দশমিক ৬৪ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডে ৩০ দশমিক ৩৯ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডে ১৪ দশমিক ৫২ শতাংশ, পূবালী ব্যাংকে ১১ দশমিক ৬৭ শতাংশ, সিটি ব্যাংকে ১০ দশমিক ৬০ শতাংশ এবং জেমিনি সি ফুডে ১০ দশমিক ৫৮ শতাংশ দর বেড়েছে।