lafarge cement lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা:  পুঁজিবাজারে সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের শেয়ার দর ১৩ শতাংশের বেশি বেড়েছে। পাঁচ কার্যদিবসের লেনদেনে এ কোম্পানির ১২৮ কোটি টাকার বেশি শেয়ার হাতবদল হয়, যা স্টক এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৫ দশমিক ৯ শতাংশ।

সপ্তাহ শেষে লেনদেন তালিকায় এক নম্বরে উঠে আসে বহুজাতিক সিমেন্ট কোম্পানিটি। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে প্রায় এক বছর ধরেই নিম্নমুখী থাকার পর তিন সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী আছে লাফার্জ সুরমার শেয়ারদর। বৃহস্পতিবার সর্বশেষ ৮০ টাকা ৭০ পয়সায় কোম্পানিটির শেয়ার হাতবদল হয়, ১৬ মে যা ছিল ৫৬ টাকার ঘরে।

স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের জিজ্ঞাসার জবাবে কোম্পানি জানিয়েছে, শেয়ারের এ দরবৃদ্ধির নেপথ্যে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ১৩২ টাকা ৮০ পয়সা ও সর্বনিম্ন ৫৫ টাকা ৩০ পয়সা।

lafaz 1 year২০১৫ হিসাব বছরের জন্য ৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ সুপারিশ করেছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ। গেল বছর এরই মধ্যে ৫ শতাংশ অন্তর্র্বতী নগদ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে লাফার্জ সুরমার কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ২২৮ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা, আগের বছর যা ছিল ২৮১ কোটি ৯৭ লাখ ৯৮ হাজার টাকা। গেল বছর সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৯৭ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৪৩ পয়সা।

১৬ জুন বেলা ১১টায় রাজধানীর রাওয়া কনভেনশন হলে শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে লাফার্জ সুরমা। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ১৩ এপ্রিল। এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৪৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৫০ পয়সা।