পুঁজিবাজারের সপ্তাহজুড়ে বাজার পরিস্থিতি নিয়ে বাজার বিশ্লেষন করছেন কেসি মন্ডল। Dsex এর সাপ্তাহিক চার্ট চিত্রে প্রদর্শিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে নিচের লাইন টি সাপোর্ট হিসাবে কাজ করছে এবং উপরের লাইনটি রেজিষ্ট্যান্স হিসাবে কাজ করছে।
ফলে পরবর্তী রেজিষ্ট্যান্স দেখে বিনিয়োগ কৌশল ঠিক করুন। তবে চিত্রটির দিখে খেয়াল করলে আরো পরিলক্ষিত হয় যে, এটি একটি Symmetrical triangle এর প্যাটার্ণ তৈরী করেছে। ফলে ইনডেক্স উপরের বা নিচের যে কোন দিকের লাইন কে ভাংতে সক্ষম হলে ইনডেক্স সেই দিকে মুভ করতে থাকবে। সকলের বিনিয়োগ সুরক্ষিত হোক এ কামনায় শেষ করছি।
কেসি মন্ডল, ফেইসবুক খেকে