শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির প্রথম প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে। কোম্পানি দুইটির মুনাফায় চমক দেখিয়েছে। কোম্পানি গুলো হলো: আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ও এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড : আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ৭ পয়সা।

এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড : এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২২ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় হয়েছে অর্থাৎ শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে নেগেটিভ ৮ টাকা ৯০ পয়সা।