শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমুখী প্রবনতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে ৩৮ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন বিমা খাতের শেয়ারে ভর করে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৩ পয়েন্ট।

এছাড়া জুন ক্লোজিং কোম্পাানির কিছু শেয়ারের বিনিয়োগকারীদের নতুন করে ঝোঁক বাড়ায় আগের কার্যদিবসের ব্যবধানে ১৭০ কোটি টাকার বেশি লেনদেন বেড়েছে।মুলত জুন ক্লোজিং পাঁচ কোম্পাানির শেয়ারে ভর করে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) প্রধান সূচক বেড়েছে ৯.২৫ পয়েন্টের বেশি। পুঁজিবাজারের এমন উত্থানের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে পাঁচ মেগা কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে: লাফার্জহোলসিম, ইউনিক হোটেল, স্কয়ার ফার্মা, ইস্টার্ন হাউজিং এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিগুলোর মধ্যে আজ লাফার্জহোলসিমের শেয়ারদর বেড়েছে ১.৪৬ শতাংশ। এরই ফলে আজ সূচক উত্থানে কোম্পানিটির অবদান ছিল ২.৬৯ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ বিমা খাতের ৫৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৮টি, কমেছে ২২টি আর অপরিবর্তিত রয়েছে ৭ কোম্পানির শেয়ারর দাম। বিমা খাতের পাশাপাশি খাদ্য, ওষুধ এবং আইটি খাতের কিছু খাতের শেয়ারের দাম বাড়ায় সূচক বেড়েছে।

একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, বেশ কিছু দিন পর পুঁজিবাজারে লেনদেন ৮ শত কোটি ছাড়িয়েছে। এটা পুঁজিবাজারের জন্য ইতিবাচক দিক। এছাড়া বিমা খাতের শেয়ারের পাশাপাশি জুন ক্লোজিংয়ের কিছু কোম্পানির শেয়ারের দর বাড়ার ফলে বাজার ইতিবাচক মুভমেন্ট শুরু করছে। বাজারের এ গতি অব্যাহত থাকলে সামনে লেনদেন আরো বাড়বে বলে তারা মনে করেন।

ডিএসইর সূত্র মতে, রোববার বাজারে লেনদেন হওয়া ৩২৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির। বিপরীতে কমেছে ৯৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৬৯টি কোম্পানির শেয়ারের। তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১১ পয়েন্টে।

ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ২ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬২ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৬ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪০ পয়েন্টে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২৬ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩ টির, দর কমেছে ৯৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৯ টির। ডিএসইতে ৮৬৭কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা একমাস ২৭ দিন বা ৩৮ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ২০ জুলাই আজকের চেয়ে বেশি অর্থাৎ ৯৪৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫০ পয়েন্টে। সিএসইতে ১৬৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫১ টির দর বেড়েছে, কমেছে ৫২ টির এবং ৬৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।