শেয়ারবার্তা ২৪ ডটকম: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি ওয়েল্ডিং লিমিটেড বেশ কিছুদিন ফ্লোর প্রাইসে আটকে থাকার পর আবারও ফ্লোর প্রাইসের উপরে লেনদেন হয়েছে। ছয় কার্যদিবস পর আবারও কোম্পানিটির শেয়ারদর ফ্লোর প্রাইস অতিক্রম করলেও দিন শেষে আবারও ফ্লোরে ফিরে এসেছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বিডি ওয়েল্ডিং এর শেয়ারদর বেড়েছে ৮০ পয়সা বা ৩.৬১ শতাংশ। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ফ্লোরে ছিল ২২ টাকা ১০ পয়সা। আজ ফ্লোর প্রাইস ভেঙ্গে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ লেনদেন হয়েছে ২২ টাকা ৯০ পয়সায়। দিন শেষে আবারও কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে ফিরে এসছে।

সর্বশেষ তিন প্রান্তিকে (জুলাই’২২-মার্চ’২৩) নয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৩.০৬ পয়সা। আগেরবছর একই সময়ে লোকসান ছিল ৭ টাকা ৬৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩৯ টাকা ৯৮ পয়সায়।