শেয়ারবার্তা ২৪ ডটকম: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকসের ৪টি টাইলস উৎপাদন লাইনের মধ্যে ১টি উৎপাদন লাইন সময়িক বন্ধ থাকবে। ৯ আগস্ট থেকে আগামী ৩ মাস কোম্পানিটির একটি লাইনে উৎপাদন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির একটি টাইলস উৎপাদন লাইনের আধুনিকায়ন ও মেরামতের কাজের জন্য আগামী ৩ মাস বন্ধ থাকেবে। আরএকে সিরামিকসের বাকী তিনটি টাইলস প্লান্ট (প্রডাকশন লাইন-২, প্রডাকশন লাইন-৩ এবং প্রডাকশন লাইন-৪) এর উৎপাদন চলবে। প্রসঙ্গত, সর্বশেষ প্রান্তিকে আরকে সিরামিকস শেয়ার প্রতি আয় করেছে ৬৭ পয়সা।