শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, ফায়দা হাসিলের উদ্দেশ্যে একটি গোষ্ঠি ফ্লোর প্রাইস নিয়ে গুজব ছড়াচ্ছে। কমিশন ফ্লোর প্রাইস তুলে দেয়ার কথা ভাবছে না। অদূর ভবিষ্যতে ফ্লোর প্রাইস তুলে দেয়ার পরিকল্পনাও কমিশনের নেই। ফলে শেয়ার লেনদেনের ক্ষেত্রে ‘ফ্লোর প্রাইস’ পদ্ধতি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফ্লোর প্রাইস বা শেয়ারের সর্বনিম্ন দর তুলে দেয়া হচ্ছে এমন তথ্য ছড়িয়ে পড়ে গতকাল রোববার। এ দিন সকাল থেকে সূচকের বড় উত্থান দেখা গেলেও এমন তথ্য ছড়িয়ে পড়ার পর শেষ পর্যন্ত পতনে শেষ হয় লেনদেন।

পরে রোববার রাতেই বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম জানান, ফ্লোর প্রাইস তুলে দেয়ার তথ্য গুজব। একই কথার পুনরাবৃত্তি করলেন সংস্থাটির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদও। তিনি বলেন, ‘ফ্লোর প্রাইস নিয়ে যারা কথা বলছেন, আসলে তারা গুজব ছড়াচ্ছেন।’

বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়ে বিএসইসির এই কমিশনার বলেন, ‘আমি বিনিয়োগকারীদের পরামর্শ দেব, ফ্লোর প্রাইস উঠে যাওয়ার কোনো খবর যেন তারা বিশ্বাস না করে, যতক্ষণ না কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেয়।’