শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে শেয়ার বিক্রির চাপে দিনভর সূচক ওঠানামার মধ্যদিয়ে লেনদেন হয়েছে। এদিন ব্যাংক- আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও সুবাতাস বয়ে গেছে মিউচ্যুয়াল ফান্ড ও জীবন বীমা কোম্পানির ।

আজ লাইফ ইন্সুরেন্সের ১৩টি কোম্পানির মধ্যে ১২টি কোম্পানি বা ৯২.৩১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। কমেছে ১টির বা ৭.৬৯ শতাংশ প্রতিষ্ঠানের। খাতটিতে দর কমেছে প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের। অন্যদিকে, মিউচ্যুয়াল ফান্ডের ৩৬টি ফান্ডের মধ্যে ২৮টি ফান্ড বা ৮০ শতাংশ প্রতিষ্ঠানের ইউনিট দর বেড়েছে। অপরিবর্তিত রয়েছে ৬টি বা ১৭.১৪ শতাংশ প্রতিষ্ঠানের এবং কমেছে ১টি বা ২.৩৬ শতাংশ প্রতিষ্ঠানের। ১টির বা ২.৩৬ শতাংশ প্রতিষ্ঠানের লেনদেন হয়নি।

মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে আজ দর কমেছে রিলায়েন্স ওয়ানের। আর লেনদেন হয়নি এনএলআইফাস্ট ফান্ডের। মিউচ্যুয়াল ফান্ডের পাশাপাশি বহুজাতিক ও নামি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর তাতে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা পাঁচ কর্মদিবস উত্থানের পর আজ পুঁজিবাজারে সূচক পতন হলো। এটা পুঁজিবাজারে মূল্যসংশোধন। এতে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। পুঁজিবাজারের কাজই উঠানামা করা। সামান্য কারেকশন স্থিতিশীল বাজারের লক্ষণ বলে মনে করছেন তারা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে এক দশমিক ৭৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কেম্পানির শেয়ারের দাম ও লেনদেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার বাজারটিতে ৩৭৮টি প্রতিষ্ঠানের ২৯ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ৪২টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৭৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।

তাতে ডিএসইর প্রধান সূচক এক দশমিক ৭৯ পয়েন্ট কমে ৬ হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর দুই সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে দশমিক ৪৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ২ দশমিক ৭০ পয়েন্ট। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯৮৬ কোটি ৫১ লাখ ২ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৯৮ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার।

ডিএসইতে সোমবার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল ভিএফএস থ্রেড, বিডিকম, অগ্নি সিস্টেমস, ওরিয়ন ফার্মা, বিএসসি, কেয়ার কসমেটিকস, কুইন সাউথ টেক্সটাইল, জিএসপি ইস্পাত এবং ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।

অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫ দশমিক ৫ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬০টির, অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ৩০ কোটি ১ লাখ ৯০ হাজার ৫৩৩ টাকার শেয়ার। এর আগের দিন রোববার লেনদেন হয়েছিল ৪১ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ২৯২ টাকার শেয়ার।