suchokশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: টানা চার কার্যদিবস ধরে সুচকের উর্ধ্বমুখীতে স্থিতিশীলতার আভাস দিচ্ছে পুঁজিবাজারে। ফলে গত কয়েক কার্যদিবস বাজারের এ গতিবধি ইতিবাচক বলে মনে করছেন বিনিয়োগকারীরা। তাছাড়া ধীরে ধীরে স্থিতিশীলতার রুপ নিচ্ছে পুঁজিবাজার।

যার ফলে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশিাপাশি লেনদেন বাড়ছে। বাজারের এই গতি অব্যাহত থাকলে বাজারবিমুখ বিনিয়োগকারীরা বাজারমুখী হবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ১৭ দশমিক ৫৬ শতাংশ লেনদেন বেড়েছে।

মশিউর সিকিউরিটিজের বিনিয়োগকারী লুৎফর রহমান বলেন, দীর্ঘদিন পর পুঁজিবাজার স্থিতিশীলতায় রুপ নিচ্ছে। এটা বাজারের জন্য ভাল দিক। বাজারের এই গতি অব্যাগত থাকলে আমরা নতুন করে বিনিয়োগমুখী হবে।

বাজার বিশ্লেষণে দেখা যায়,  বৃহস্পতিবার ডিএসইতে ৪২৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৬৩ কোটি ৪৬ লাখ টাকা বেশি। গতকাল এ বাজারে লেনদেন হয়েছিল ৩৬১ কোটি ২৯ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৯২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭১৯ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৪৮টির  এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।