divedend lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষনা করছে। মঙ্গলবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় ডিভিডেন্ডের সিদ্ধান্ত নেয়া হয় বলে কোম্পানি বিশ্বস্ত সুত্রে জানা গেছে। বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো: ড্রাগন সোয়েটার, রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড।

ড্রাগন সোয়েটার: তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৬৮ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২০.৪৭ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ১.৭২ টাকা। এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ জুন সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকভুক্ত হয়।

রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড: বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচিত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৯২ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৪.৬৩ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ০.৭৭ টাকা।

ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫মে সকাল ১০টায় আইডিইবি ভবনে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ১১মে নির্ধারণ করা হয়েছে। ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি আগের বছর ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

ইসলামী ব্যাংক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি আগের বছর ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।