BANK LAGOশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে বেশ কিছুদিন ধরে স্থিতিশীলতার আভাসে ইতিবাচক ধারায় চলছে লেনদেন। আর এ কারণে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর ও লেনদেন বেড়েছে। দঢর্হদিন পর ব্যাংক খাতের শেয়ারের প্রতি আস্থা বাড়ায় বিনিয়োগকারীরা নতুন করে ব্যাংক খাতের শেয়ারের দিকে ঝুঁকে পড়ছেন। তাছাড়া অধিকাংশ ব্যাংক খাতের শেয়ারের দর ফেসভ্যালুর কাছাকাছি অবস্থানে। এমনকি পুঁজিবাজারের সপ্তাহজুড়ে সব খাতে শেয়ার দরও বেড়েছে।

তবে সবচেয়ে এগিয়ে আছে ব্যাংকিং খাত। গত এক মাসে ব্যাংকিং খাতের শেয়ার দর ৬.৬৩ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই’তে বর্তমানে ৩০টি ব্যাংকিং প্রতিষ্ঠান করেছে। এর মধ্যে গত এক মাসে সবচেয়ে বেশি বেড়েছে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার দর। গত এক মাসে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার দর বেড়েছে ২৩.০৭ শতাংশ।

এছাড়া এবি ব্যাংকের ৮.৯১ শতাংশ, আল-আরাফাহ ব্যাংকের ১৪.৭০ শতাংশ, ব্যাংক এশিয়ার ১১.৯৭ শতাংশ, সিটি ব্যাংকের ৬.০৮ শতাংশ, ঢাকা ব্যাংকের ৪.৭৯ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৩.০২ শতাংশ, ইস্টার্ণ ব্যাংকের ১.৭৩ শতাংশ, এক্সিম ব্যাংকের ৭.০৫ শতাংশ, ফার্স্ট সিকিউরিটজ ব্যাংকের ৮.৮৮ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৮.৬৭ শতাংশ, ইসলামী ব্যাংকের ০.৯৭ শতাংশ, যমুনা ব্যাংকের ১১.২৯ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৩.৭৭ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১১.১১ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ০.২২ শতাংশ,

এসসিসি ব্যাংকের ৫.৪৩ শতাংশ, ওয়ান ব্যাংকের ৭.৫১ শতাংশ, প্রিমিয়াম ব্যাংকের ১১.৪২ শতাংশ,  প্রাইম ব্যাংকের ৪.২৮ শতাংশ, পূবালী ব্যাংকের ১৫.১৯ শতাংশ, রূপালী ব্যাংকের ১০.৪২ শতাংশ, শাহজালাল ব্যাংকের ৮.৪০ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৫.৩৩ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ২.১০ শতাংশ,

ট্রাস্ট ব্যাংকের ৩.৯৩ শতাংশ, ইউনাইটেড ব্যাংকের ৭.০১ শতাংশ এবং উত্তরা ব্যাংকের ১.২৭ শতাংশ শেয়ার দর বেড়েছে। তবে ব্রাক ব্যাংকের শেয়ার দর কমেছে ১.৩১ শতাংশ। আর দর অপরিবর্তীত রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড।

এদিকে, গত সপ্তাহের শেষ কার্যদিবসে অর্থাৎ বৃহস্পতিবারও অধিকাংশ ব্যাংকের শেয়ারের দর বেড়েছিলো। তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে দর কমেছে মাত্র পাঁচটি প্রতিষ্ঠানের। গতকাল মোট লেনদেনে এ খাতটির অবদান ছিল প্রায় ৯ শতাংশ। এ বিষয়ে একাধিক মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তা ও বাজার সংশ্লিষ্টরদের সাথে কথা বলে জানা যায়,  আসলে ব্যাংকগুলোর মুনাফার দিকে তাকালে দেখা যায় চলতি বছরের প্রথম ছয় মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত অধিকাংশ ব্যাংকের নিট মুনাফা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে।

এছাড়া গত বছরের তুলনায় ব্যাংকগুলোর ঋণ প্রবৃদ্ধি ও খেলাপি ঋণ পুনঃতফসিল বেশি হওয়ার কারণে মুনাফা বেড়েছে। বছরের প্রথম ছয় মাসে ২০টি ব্যাংকের নিট মুনাফা ও ইপিএস বেড়েছে, কমেছে নয়টির। একটির অপরিবর্তিত রয়েছে। তবে বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ গত এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে ১৫টি ব্যাংকের নিট মুনাফা ও ইপিএস বেড়েছে, কমেছে ১৪টির। একটির ইপিএস অপরিবর্তিত রয়েছে। আর এ কারণে ব্যাংকিং খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।