sharebazar lagoমো: সাজিদ খান , শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পরিচালনা লোকসানের কারণে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তি হতে পারছেনা রাষ্ট্রয়ত্ব ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লিমিটেড (এলপিজিএল), অ্যাসেনসিয়াল ড্রাগস ও জনতা ব্যাংক লিমিটেড। অফলোডে অনেকটা এগিয়ে গিয়েও অবশেষে পিছিয়ে পড়েছে রাষ্ট্রায়ত্ব এ তিন কোম্পানি।

জানা যায়, পরিচালন লোকসানের কারণে তারা আপাতত শেয়ার অফলোড করতে পারছে না সরকারের জ্বালানি কোম্পানি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লিমিটেড (এলপিজিএল) জানিয়েছে। আট বছর নানা জটিলতার মধ্যে শেয়ার অফলোডের প্র্রক্রিয়া শুরু করলেও এখন বাধা হয়ে দাঁড়িয়েছে কোম্পানির পরিচালন লোকসান। এর আগে গত ৮ জুন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে অবিলম্বে এলপিজিএলের ২৫ শতাংশ শেয়ার আফলোড করার নির্দেশ দেয়া হয়।

২০১২ সালে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে সরাসরি তালিকাভুক্তির অনুমোদন পাওয়ার পরও নানা জটিলতায় রাষ্ট্রায়ত্ত আরেক কোম্পানি অ্যাসেনসিয়াল ড্রাগস শেয়ারবাজারে তালিকাভুক্তি হতে পারেনি। লাভজনক হলেও কোম্পানির পরিচালনা পর্ষদের সমন্বয়হীনতা, ধীরগতি, সম্পদ পুনর্মূল্যায়নে কালক্ষেপণ, নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম শেয়ার ছাড়ার প্রস্তাব, স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির অনুমোদনের পর নতুন করে মূলধন বৃদ্ধিসহ বিভিন্ন কারণে অ্যাসেনসিয়াল ড্রাগসের শেয়ার ছাড়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

একই পরিস্থিতি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জনতা ব্যাংক লিমিটেডে। ২০১২ সালে অস্বাভাবিক প্রিমিয়াম দাবি করে শেয়ার ছাড়ার আবেদন জানিয়েও পরবর্তীতে পিছিয়ে যায়। এসব কারণেই সরকারের নীতিনির্ধারকরা বারবার ঘোষণা দিলেও প্রায় সব প্রতিষ্ঠানই নির্ধারিত সময়ে শেয়ার ছাড়তে ব্যর্থ হয়েছে।