Looser_picশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপ টেন লুজারে উঠে এসেছে ‘জেড’ ক্যাটাগরির ৭ কোম্পানি। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। দর হারানো ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলো হল-মেঘনা পেট ইন্ডাষ্ট্রিজ, ইমাম বাটন, দুলামিয়া কটন, শ্যামপুর সুগার মিলস,

মেঘনা কনডেন্সড মিল্ক, ঝিল বাংলা সুগার মিলস ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রবিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিগুলোর শেয়ারের এ দর কমেছে।

দর হারানো এই ৭ কোম্পানির মধ্যে মেঘনা পেট ইন্ডাষ্ট্রিজ, ইমাম বাটন, শ্যামপুর সুগার মিলস, মেঘনা কনডেন্সড মিল্ক ও ঝিল বাংলা সুগার মিলসের শেয়ার দর গত সপ্তাহেও অস্বাভাবিকভাবে বেড়েছিল। কিন্তু এসব কোম্পানির শেয়ার দর বাড়ার কোন কারন নেই বলে ডিএসই’র ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়।

রবিবার ৯.৬৮ শতাংশ শেয়ার দর কমে টপ টেন লুজারের শীর্ষ স্থান দখল করেছে মেঘনা পেট ইন্ডাষ্ট্রিজ। এছাড়া ৯.৬৩ শতাংশ কমে দ্বিতীয় স্থানে ইমাম বাটন, ৯.০৯ শতাংশ কমে তৃতীয় স্থানে দুলামিয়া কটন, ৭.৯৫ শতাংশ কমে চতুর্থ স্থানে শ্যামপুর সুগার মিলস, ৭.৬১ শতাংশ কমে ৫ম স্থানে মেঘনা কনডেন্সড মিল্ক, ৬.৩৮ শতাংশ কমে ৮ম স্থানে ঝিল বাংলা সুগার মিলস ও ৪.০৪ শতাংশ কমে ১০ম স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।