স্টাফ রিপোর্টার
পুঁজিবাজারে সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় অবস্থান করছে বস্ত্র খাতের তিন কোম্পানি। কোম্পানি তিনটি হচ্ছে- সায়হাম কটন মিলস লিমিটেড, আর্গন ডেনিমস এবং এইচ আর টেক্সটাইল। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আলোচিত সপ্তাহে গেইনারে পঞ্চম স্থানে থাকা সায়হাম কটন মিলস লিমিটেড কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার।

পুরোসপ্তাহে কোম্পানিটির ৮ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেইনারের ষষ্ঠ স্থানে ছিল আর্গন ডেনিমস। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৮ দশমিক ৪৬ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার ২০০ শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির ১৯ কোটি ৩২ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গেইনারের দশম স্থানে রয়েছে এইচ আর টেক্সটাইল। এ কোম্পানির প্রতিটি শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৬২ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪৬ লাখ ৩৯ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া পুরোসপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ২৭ দশমিক ২৭ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের ১১ দশমিক ০৭ শতাংশ, অ্যাপেক্স ট্যানারির ১০ দশমিক ১৮ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৮ দশমিক ৮৪ শতাংশ, ইসলামী ব্যাংকের ৮ দশমিক ৩০ শতাংশ, জেমিনি সি ফুডের ৭ দশমিক ৯৯ শতাংশ এবং এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ দশমিক ৮৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।