শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৩৮ বারে ৫ লাখ ১২ হাজার ৫৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৭৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ২৮৫ বারে ৯৮ লাখ ৮ হাজার ৯৮৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ কোটি ৫৩ লাখ টাকা।

দরবুদ্ধর তালিকায় ২য় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৮০৬ বারে ১৯ লাখ ২০ হাজার ২৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ১ লাখ টাকা।

দরবৃদ্ধির তালিকায় ৩য় স্থানে থাকা সানলাইফের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৪৯৫ বারে ৬ লাখ ৩৫ হাজার ৩০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪কোটি ৫ লাখ টাকা।

অন্যদিকে দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৩১ বারে ২ লাখ ৭১ হাজার ৯৩৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা।

দরপতনের তালিকায় তৃতীয় স্থানে থাকা বিডিকমের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫৫৪ বারে ১৩ লাখ ৬৮ হাজার ৫৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৭ লাখ টাকা।