শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনা আব্দুল হালিম বলেছেন, কিছু ব্রোকারেজ হাউজ বিনিয়োগকারীদের তো বটেই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এমনকি নিয়ন্ত্রক সংস্থাকেও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান কেবল নিজেদের লাভের জন্য মিথ্যা তথ্য ছড়িয়ে পুঁজিবাজারের ক্ষতি করছে।’

আজ সোমবার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২২ উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজনের সহযোগী হিসেবে ছিল ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বিএসইসি কমিশনার হালিম বলেন, ‘কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেদের কিছু লাভের জন্য বাজারের ক্ষতি করেন।’ বিএসইসি ২০১৫ সালে একটি ব্রোকারেজে গিয়ে বেশ কিছু অনিয়ম দেখতে পায়। তখন তারা জানায় তারা আইন জানত না। আবার ২০১৭ সালে একই কাজ করে ধরা পরে সেই ব্রোকারেজ। এরপর সব মিলিয়ে পাঁচ বার ধরা পরার পরে তারা এখন ঠিকভাবে কাজ করছে।’

আব্দুল হালিম বলেন, ‘কোনো কোনো ব্রোকারেজ এতটাই বেপরোয়া যে তারা শুধু বিনিয়োগকারীদের যে মিথ্যা তথ্য দেয়, তাই না। তারা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এমনকি বিএসইসিকেও মিথ্যা তথ্য দেয়। এগুলো বিনিয়োগকারীদের সুরক্ষার সঙ্গে যায় না।’

বিএসইসির এই কমিশনার বলেন, বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে পুঁজিবাজার বড় করার বিকল্প নেই। ২০২৫ সালে আমাদের জিডিপি হবে ৬০০ বিলিয়ন ডলার। যদি সে সময় আমাদের শেয়ারবাজারের বাজার মূলধন ৫০ শতাংশ বা ৩০০ বিলিয়ন ডলার করতে চাই, তাহলে আমাদের বর্তমানের তিন গুণ বড় করতে হবে।’ অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ডিবিএ সভাপতি গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড ডি রোজারিও।