রিলায়েন্স ইন্সুরেন্সের লভ্যাংশের প্রভাব নেই বীমা খাতে
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্সুরেন্স বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মাধ্যমে খাতটিতে চলতি বছর ডিভিডেন্ড মৌসুমের পর্দা উঠেছে। কোম্পানিটি বরাবরের মতো এবছরও ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কিন্তু ভালো ডিভিডেন্ড দিয়েও খাতটিতে আলো ছড়াতে পারলো না। আজ খাতটিতে দলবেঁধে পতনের পথে হেঁটেছে।
ডিএসই সূত্রে জানা যায়, বিমা খাতের মৌলভিক্তির কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫ টাকা ৫৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫ টাকা ২১ পয়সা।
ডিভিডেন্ডে কোম্পানিটির প্রবৃদ্ধি না থাকলেও করোনা ধাক্কার মধ্যেও মুনাফায় ভালো প্রবৃদ্ধি দেখিয়েছে। তারপরও ডিভিডেন্ড ও মুনাফা ঘোষণার পর কোম্পানিটির শেয়ার দরে পিছুটান দেখা দিয়েছে। ভালো ডিভিডেন্ড ঘোষণার পরও কোম্পানির শেয়ার দরে নেতিবাচক প্রবণতা দেখে বাজারসংশ্লিষ্টরাও হতবাক হয়েছেন।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা করার জন্য বোর্ড সভার তারিখ জানানোর পর থেকেই বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ছিল কোম্পানিটির উপর। তারা আশা করেছিল, কোম্পানিটি যেহেতু বছরের শুরু থেকেই মুনাফায় ধারাবাহিক প্রবৃদ্ধি দেখিয়েছে, ডিভিডেন্ড ঘোষণাও প্রবৃদ্ধি দেখাবে। কিন্তু মুনাফায় ভালো প্রবৃদ্ধি দেখালেও ডিভিডেন্ডে প্রবৃদ্ধি দেখায়নি।
এতে বিনিয়োগকারীরা নাখোস হয়েছে। যার ফলে গোটা ইন্সুরেন্স খাতের শেয়ারে বিনিয়োগকারীদের এক ধরণের অভিমানের চাপ দেখা গেছে। আজ খা্তটির ৮৮ শতাংশের বেশি কোম্পানির শেয়ার দরে পতন ছিল।
তবে বাজার বিশ্লেষকরা বলছেন, ইন্সুরেন্স খাতের বিনিয়োগকারীরা অভিমান করলেও এটা সাময়িক। কারণ তুলনামূলকভাবে ইন্সুরেন্স খাতে মুনাফার প্রবৃদিধ অন্যান্য খাতের তুলনায় এগিয়ে আছে। এখাতে ডিভিডেন্ড রেশিও-ও অন্যান্য খাতের তুলনায় বেশ ভালো। এছাড়া, দীর্ঘদিন যাবত খাতটির শেয়ার দরে চলছে নেতিবাচক প্রবণতা। অনেক কোম্পানির শেয়ারদর তলানিতে এসে ঠেকেছে। সুতরাং এখাতের বিনিয়োগকারীরা সব অভিমান ভুলে ফের খাতটির শেয়ারে মনোযোগি হবে এবং এখাতের শেয়ারে ফের কাংখিত গতি ফিরে আসবে।