শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫১টি প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর মধ্যে ২১ অক্টোবর রেনেটার বেলা সাড়ে ১১টায় ও হামিদ ফেব্রিক্সের বোর্ড সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

২২ অক্টোবর অনুষ্ঠিত হবে মালেক স্পিনিংয়ের বিকেল পৌনে ৩টায়, রহিম স্পিনিংয়ের বিকেল পৌনে ৪টায় ও বিকন ফার্মার বিকেল ৩টায়। ২৩ অক্টোবর জিপিএইচ ইস্পাতের বিকেল ৩টায়, এইচআর টেক্সটাইলের বিকেল সাড়ে ৩টায় ও সায়হাম কটনের বিকেল সাড়ে ৩টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

২৪ অক্টোবর জিবিবি পাওয়ারের বিকেল ৩টায়, বিবিএস কেবলসের বিকলে সাড়ে ৪টায়, এস আলমের বিকেল ৩টায়, তিতাস গ্যাসের বিকেল সাড়ে ৫টায় ও সমরিতা হসপিটালের সন্ধ্যা সাড়ে ৭টায় বোর্ড সভঅ অনুষ্ঠিত হবে।

২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ১১ কোম্পানির বোর্ড সভা। এর মধ্যে বিকেল ৪টায় লিবরা ইনফিউশনের, রেনউইক যজ্ঞেশ্বরের বিকেল ৪টায়, জিলবাংলার বিকেল ৩.১৫টায়, শ্যামপুর সুগারের বিকেল পৌনে ৩টায়, আমান ফিডের বিকেল ৪টায়, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বিকেল ৩টায়, প্যারামাউন্ট টেক্সটালের বিকেল ৫টায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের বিকেল সাড়ে ৩টায়, বেক্সিমকো ফার্মা বিকেল সাড়ে ৩টায়, ফু-ওয়াং সিরামিকের বিকেল ৩টায় ও আনলিমা ইয়ার্নের বোর্ড সভা বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ২৭ কোম্পানির বোর্ড সভায়। এর মধ্যে এমজেএলবিডির সন্ধ্যা ৬টায়, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের বিকেল ২.৪৫টায়, ড্রাগন সোয়েটারের বিকেল ৩টায়, দেশবন্ধু পলিমারের বিকেল ৩টায়, ইউনিটক হোটেলের বিকেল সাড়ে ৪টায়, সাফকো স্পিনিংয়ের বিকেল সাড়ে ৪টায়, রংপুর ফাউন্ড্রির বিকেল ৪টায়, এএমসিএলের (প্রাণ) বিকেল ৩টায়,

নুরানী ডাইংয়ের বিকেল সাড়ে ৪টায়, মুন্নু জুট স্টাফালার্সের বিকেল পৌনে ৪টায়, মুন্নু সিরামিকের বিকেল ৪.১৫টায়, মিরাকলের বিকেল ৩টায়, অলিম্পিক এক্সসরিজের বিকেল সাড়ে ৩টায়,

বারাকা পাওয়ারের বিকেল সাড়ে ৩টায়, ইমাম বাটনের বিকেল সাড়ে ৩টায়, বেঙ্গল উইন্ডসোরের বিকেল ৪টায়, অলটেক্সের বিকেল ৩টায়, এএফসি এগ্রোর বিকেল ৪টায়,

একটিভ ফাইনের বিকেল ৩টায়, বিডি অটোকার্সের বিকেল ৪টায়, ফার কেমিক্যাল বিকেল সাড়ে ৩টায়, আজিজ পাইপসের ৩টায়, গ্লোবাল হেভি কেমিক্যালের বিকেল ৩টায়, ফরচুনের বিকেল সাড়ে ৪টায়, জাহিনটেক্সের বিকেল ৪টায়, ড্যাফোডিলের বিকেল সাড়ে ৩টায় ও ফু-ওয়াং ফুডসের বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।