শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স রোববার ০.৭৮ শতাংশ বা ৪২ পয়েন্ট পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে। গত দিনের তুলনায় লেনদেনও কমেছে ৯ শতাংশের বেশি। তবে টপটেন ব্রোকারেজ হাউজগুলোর মোট লেনদেনে শেয়ার বিক্রির চেয়ে ক্রয়ের পরিমাণ ছিল বেশি। দিনশেষে সেরা ১০ প্রতিষ্ঠান তাদের মোট লেনদেনের ৫৫.০৪ শতাংশ শেয়ার কিনেছে। এর বিপরীতে ৪৪.৯৬ শতাংশ শেয়ার বিক্রি করেছে প্রতিষ্ঠানগুলো।

তথ্যানুসন্ধানে জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬৯.৮৪ শতাংশ শেয়ার কিনেছে সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আসিবি)। প্রতিষ্ঠানটি ২৩ কোটি ৭১ লাখ ৬৮ হাজার টাকার বিক্রির বিপরীতে কিনেছে ৫৪ কোটি ৯৩ লাখ ১৫ হাজার টাকার শেয়ার।
অন্য দিকে কেনার চেয়ে বেশি বিক্রি করেছে এমটিবি সিকিউরিটিজ লিমিটেড।

প্রতিষ্ঠানটির মোট লেনদেনের ৫৯.৩৫ শতাংশ শেয়ার বিক্রি করেছে। ১৫ কোটি ২৭ হাজার ৯১ লাখ টাকার শেয়ার বিক্রির বিপরীতে প্রতিষ্ঠানটি কিনেছে ১০ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার। এদিন শেয়ার কেনার দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এদিন প্রতিষ্ঠানটি লেনদেনের ৬৬.৩৯ শতাংশ শেয়ার ক্রয় করেছে। প্রতিষ্ঠানটি ১০ কোটি ৩২ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার বিক্রির বিপরীতে কিনেছে ২০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার।

শেয়ার কেনার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। এদিন প্রতিষ্ঠানটির মোট লেনদেনের ৫৭.৩৬ শতাংশ শেয়ার ক্রয় করেছে। প্রতিষ্ঠানটি ১২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার বিক্রির বিপরীতে কিনেছে ১৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার।

এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড মোট লেনদেনের ৫৫.৩৫ শতাংশ শেয়ার কিনেছে। প্রতিষ্ঠানটি ১৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার বিক্রির বিপরীতে কিনেছে ১৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার।

আইডিএলসি সিকিউরিটিজ মোট লেনদেনের ৫২.৮৭ শতাংশ শেয়ার কিনেছে। প্রতিষ্ঠানটি ৩০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার বিক্রির বিপরীতে কিনেছে ৩৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার।