dse-up-dowenশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভালো ও মৌল ভিত্তি শেয়ারের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। দীর্ঘ সময় পর বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আচরন করায় বিনিয়োগকারীরা বুঝে-শুনে এখন ভালো মৌলভিত্তির শেয়ার বিনিয়োগ করছেন। তাছাড়া ব্যাংক বীমাসহ জ্বালানী খাতের  কয়েকটি শেয়ারের দর অনেক নিচে দামের পড়ে থাকায় এসব শেয়ারের প্রতি ঝোঁক বাড়ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

দীর্ঘদিন নেতিবাচক গন্ডির মধ্যে আটকে থাকা বাজার থেকে বিনিয়োগকারীদের অর্জিত অভিজ্ঞতার ফল এটি। কারণ, পুঁজিবাজারে স্মরনকালের ভয়াবহ ধসের আগে দুর্বল মৌলভিত্তির শেয়ার কিনেই ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বিনিয়োগকারীরা। ধসের পর দীর্ঘ মন্দা কাটিয়ে উঠতে শুরু করেছে বাজার।

বিশেষ করে সরকার পুঁজিবাজারের প্রতি মনোযোগী হওয়ায় পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। ধীরে ধীরে সব শ্রেনীর বিনিয়োগকারী বাজারমুখী হতে শুরু করেছেন। তবে পূর্বের মতো এবার দুর্বল মৌলভিত্তির শেয়ারে এড়িয়ে চলছেন বিনিয়োগকারীরা। এর পরিবর্তে মৌল ভিত্তি শেয়ারগুলোর প্রতি বেশি আগ্রহ প্রকাশ করছেন বিনিয়োগকারীরা।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে বড় মূলধনী কোম্পানি, বিশেষ করে ব্যাংক বীমা সহ বিদ্যুৎ জ্বালানী ও বহুজাতিক কোম্পানিতে বিনিয়োগ বাড়াচ্ছেন বিদেশী বিনিয়োগকারীরা। এছাড়া সরকারি মালিকানাধীন কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।

এ প্রসঙ্গে একাধিক মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার লেনদেনের শুরুর একটু পর থেকেই বাজারে সেল প্রেসার লক্ষ্য করা যায়। মুনাফাভোগী বিনিয়োগকারীদের মধ্যে সম্মিলিতভাবে শেয়ার বিক্রির ঝোঁক দেখা যায়। তাই শুরু থেকে শেষ পর্যন্ত বাজারে বিক্রির চাপ দেখা যায়। পরিণতিতে সূচকে পতন ঘটেছে।

এছাড়াও তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানিরগুলোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও ডিভিডেন্ড ঘোষণায় বিনিয়োগকারীদের বাজারের প্রতি আগ্রহ বাড়ছে। আর এ কারণে হাতে থাকা অন্যান্য কোম্পানির শেয়ার ছেড়ে মুনাফায় থাকা ভাল কোম্পানির দিকে ছুটছেন বিনিয়োগকারীরা। যার ফলে বাজারে সেল প্রেসার বেড়ে যায় বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিকিউরিটিজ হাউজের হেড অব অপারেশন শেয়ারবার্তা ২৪ ডটকমকে বলেন, মৌলভিত্তির কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে পুঁজি হারানোর ভয় থাকবে না। শেয়ারের দাম কমলেও ডিভিডেন্ড গ্রহণের মাধ্যমে সেটিকে পুষিয়ে নিতে পারবে। ভালো কোম্পানিতে বিনিয়োগ করলে ক্যাপিটাল গেইন করতে না পারলেও ডিভিডেন্ড গেইনের মাধ্যমে আপনাদের পোঁর্টফোলিওকে সমৃদ্ধ করতে পারবেন।

পুঁজিবাজারে স্বল্প মেয়াদে বিনিয়োগ না করে দীর্ঘ মেয়াদে ভালো কোম্পানি দেখে বিনিয়োগ করবেন। বিনিয়োগের আগে কোম্পানি রিটেইন আর্নিং, সম্পদ পরিমাণ, দায়- দেনা, ইপিএস, কোম্পানির ব্যাবস্থাপনা, ব্যবসায়িক প্রতিযোগিতা সবকিছু দেখে সিদ্ধান্ত নিতে পরামর্শ দেন তিনি।