apex-lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার শেয়ার প্রতি ৮ টাকা ৩৬ পয়সা লোকসান করেছে। তবে গত বছরের একই সময়ের চেয়ে লোকসানের পরিমাণ কমেছে। ৬ মাসের (জানুয়ারি-জুন) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ তথ্য বেরিয়ে এসেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, কোম্পানিটি জুলাই- জুন হিসাববছর নির্ধারণ করেছে। এর আগে জানুয়ারি –ডিসেম্বর ছিল কোম্পানির হিসাববছর। সর্বশেষ ৬ মাসে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৮ টাকা ৩৬ পয়সা। গত বছরের একই সময়ে এটি লোকসান ছিল ১২ টাকা ৩১ পয়সা। এ হিসাবে লোকসান কমেছে ৩২ দশমিক শূণ্য ৮ শতাংশ বা ৩ টাকা ৯৫ পয়সা।

প্রসঙ্গত, অর্থ বিল, ২০১৫ এ ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বাদে সব প্রতিষ্ঠানকে সার্বজনীন হিসাববছর অনুসরণ করার বাধ্যবাধকতা আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর জন্য জুলাই থেকে জুন পর্যন্ত সময়কে নির্ধারণ করা হয়। জুলাই থেকে জুন হচ্ছে করবছর। করবছরের সঙ্গে মিল রেখে হিসাববছর নির্ধারণই ছিল অর্থ বিল, ২০১৫ এ আরোপ করা ওই শর্তের প্রধান উদ্দেশ্য।