ambee pharmaশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের দর কোন কারন ছাড়াই টানা এক মাস বাড়ছে। কারসাজির চক্রের সিন্ডিকেটের কারনে কোন কারন ছাড়াই দর বাড়ছে বলে বাজার বিশ্লেষকরা মনে করেন।

গত এক মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর প্রায় ৬৩ শতাংশ বেড়েছে। অবশ্য এর নেপথ্যে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি।

ambee 1বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ১৪ জুলাই ডিএসইতে অ্যাম্বি ফার্মার শেয়ারদর ছিল ২৯০ টাকার নিচে। এক মাসের ব্যবধানে শেয়ারটির দর ৪৭২ টাকা ছাড়িয়ে যায়। ডিএসই কর্তৃপক্ষের চিঠির জবাবে ৮ আগস্ট কোম্পানিটি জানায়, শেয়ারের দর অস্বাভাবিক হারে বাড়তে পারে, এমন কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই তাদের হাতে। এর আগে জুনের শেষ দিকে কোম্পানিটি জানিয়েছিল, ৪ কোটি ২৬ লাখ টাকায় গাজীপুরে ১২ বিঘা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে তাদের পর্ষদ।

নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মোতাবেক এবার ১৮ মাসে হিসাব বছর গণনা করছে অ্যাম্বি ফার্মা। এ হিসাবে ৩০ জুন তাদের বর্ধিত হিসাব বছর শেষ হয়। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য  শেয়ারহোল্ডারদের ২৮ শতাংশ নগদ লভ্যাংশ দেয় অ্যাম্বি ফার্মা। সে হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা ছিল ৭৫ লাখ ২০ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১৩ পয়সা।

এদিকে ২০১৫ সালের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির অনিরীক্ষিত ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ১০ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ৫১ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ২৪ টাকা ৫১ পয়সা। ডিএসইতে সর্বশেষ ৪৭২ টাকা ৪০ পয়সায় অ্যাম্বি ফার্মার শেয়ার কেনাবেচা হয়। গত এক বছরে এর সর্বনিম্ন দর  ছিল ২৪৩ টাকা ও সর্বোচ্চ ৪৭২ টাকা ৪০ পয়সা।

১৯৮৬ সালে তালিকাভুক্ত ওষুধ কোম্পানিটির অনুমোদিত মূলধন মাত্র আড়াই কোটি টাকা, পরিশোধিত মূলধন ২ কোটি ৪০ লাখ টাকা। রিজার্ভ ৩ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৬৬ দশমিক ৩১ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ৭ দশমিক ৩৫ শতাংশ,

বিদেশী বিনিয়োগকারী ৮ দশমিক ৯৫ এবং বাকি ১৭ দশমিক ৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। সর্বশেষ বাজারদর ও অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে এ শেয়ারের মূল্য আয় অনুপাত ১৫০ দশমিক ৯৩, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ১১৪ দশমিক ২৯।